মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়াপাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২ বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল উপজেলা চেয়ারম্যান নিবার্চন করার লক্ষে মেয়র পদ থেকে পদত্যাগ করার কারণে পদটি শূন্য হয়। পৌর মেয়র পদ শূন্য ঘোষণা দিলে সেই সাথে নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ জুন ভাঙ্গুড়া পৌর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ভাঙ্গুড়া পৌর উপ-নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছিল।
এরই মধ্যে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ ও পৌর আ.লীগ সমন্বয়ে বর্ধিতসভায় দলীয় প্রার্থী হিসেবে সচেতন সাহিত্য -সাংস্কৃতিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খানের ঘোষনা করা হয়।
আগামী ভাঙ্গুড়া পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী করায় সচেতন সাহিত্য- সংস্কৃতিক পরিষদসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।তবে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসবে ততই বোঝা যাবে প্রার্থীর সংখ্যা বাড়ে কিনা কমে।