২৬ শে মে রবিবার, সকাল থেকেই শুরু হয়েছে ঝড়ো হওয়া সমেত বৃষ্টি, দীঘা সমুদ্র সৈকতে রেমানের প্রভাবে চলছে জলোচ্ছ্বাস ও ঢেউ আছড়ে পড়ছে, দীঘার উপকূলে,
গাড়োয়াল টক্কে রীতিমতো ঢেউ উঠছে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমান প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বলে জানা যায়,
একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও, কিছু পর্যটক ভিড় জমিয়েছে দীঘার সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস দেখার জন্য, বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার ভোল বদল হতে শুরু করেছে, এমনকি বৃষ্টির পরিমাণও ঝড়ের সাথে সাথে বাড়ছে, জানা যায় শুধু দীঘা সমুদ্র সৈকতে নয়, এই ঝড় বাংলাদেশে গিয়ে আছড়ে পড়েছে প্রচণ্ড গতিতে জানা যায়, কি কলকাতা সহ অন্যান্য জেলায় দুপুর থেকে বৃষ্টি ও ঝড়ো হওয়া বইতে শুরু করেছে,
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন পর্যটকদের উদ্দেশ্যে, স্মানে না নামারও নিষেধাগ্গা জারি করেছেন, এমনকি পর্যটকদের সমুদ্র সৈকতের ধারে যেতেও বারণ করছেন বারবার,
সন্ধ্যা যতো বাড়ছে সমুদ্র সৈকতে জলের উচ্ছ্বাস আরো বেশি বাড়তে শুরু করেছে এবং ঝড়ো হাওয়াও বাড়তে শুরু করেছে, ফলে প্রশাসনের তরফ থেকে বার বার মাইকিং করে এবং সাইরেন বাজিয়ে পর্যটকদের হুঁশিয়ারি দিচ্ছেন, এমনকি বাইরে না বেরোতে ,গন্তব্যস্থলে ঢুকে যেতে বলছেন, কিছু কিছু পর্যটককে এলাকা থেকে সরিয়েও দেওয়া হচ্ছে বলে জানা যায়, তবে রাতের অপেক্ষায় রয়েছেন ,এই ঝড় কতটা পরিমাণে বাড়তে পারে। সেদিকে নজর রাখছেন প্রশাসনের লোকজন। এবং বিপর্যয় মোকাবিলা টিম অনেক আগে থেকেই দিঘা উপকূল এলাকায় নজরদারী করছেন।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস ।