মোঃ আল আমীন
ভোলা জেলা, প্রতিনিধি
বেরিবাঁধ না থাকার কারণে ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসের মধ্যে তলিয়ে যাচ্ছে ৫নং কলাতলী ইউনিয়ন। প্রতিবছর লক্ষ টাকার সম্পদ চলে যায় মেঘনার কবলে। এবং লক্ষ টাকার মাছ, ভেংগে যাচ্ছে লাখ টাকা পুকুর, খামার, কাঁকড়ার গের,সহ গবাদিপশু, পরে যাচ্ছে পছন্দে ঘরবাড়ি ।তাই আমি জোর পূর্বক অনুরোধ করে বলবো। ৫নংকলাতলী গরীব অসহায় মানুষের জানমালের নিরাপত্তা জন্য ।
চর ফ্যাশন মনপুরা মাটি ও মানুষের পরম বন্ধু
দক্ষিণ বাংলার সিংহ পুরুষ উন্নয়নের রুপকার
স্মার্ট বাংলাদেশর স্মার্ট নেতা জনাব
আলহাজ্ব
আব্দুল আল
ইসলাম জ্যাকব
এমপি মহোদয়,
ও পানিউন্নয়ন বোর্ডর নিকট জোরালো সবিনয় অনুরোধ করছি ২০_২৫ হাজার মানুষের ঘরবাড়ি,মাছ, পুকুর, গবাদিপশু ও জানমাল বাঁচিয়ে রাখার জন্য
৫ নং কলাতলী ইউনিয়নের চতুর দিকে বেরিবাঁধ খুবই প্রয়োজন।
৫ নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার মাধ্যমে জরুরি মূহুর্তে একটি বেরিবাঁধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।