সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি;
গাজীপুরের কালিয়াকৈরে ২৮ মে মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার এক দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা যাত্রী ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত যাত্রী একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। এবং এ দুর্ঘটনা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল এ দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনা নিহত গার্মেন্টস শ্রমিক
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে মীর আলম (৪০)।
তবে তাৎক্ষণিক ভাবে অপর ৫ জন আহত যাত্রীদের কোন নাম পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল আরও জানান, ২৮মে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি কাভার্ডভ্যান কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে কাভার্ডভ্যানটি চাপা দিলে অটোরিকশার থাকা যাত্রী মীর আলম(৪০) ঘটনাস্থলেই নিহত হন ও অপর ৫ জন যাত্রী গুরুতর
আহত হয়।
আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত
কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটি চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।