আজ ২৭ মে সোমবার, মাঝে কটাদিন বাকি, সপ্তম দফা অর্থাৎ শেষ ভোট পয়লা জুন, তাই প্রবল বৃষ্টির মধ্যেও খামতি নেই ভোট প্রচারে,
দুর্যোগ মাথায় নিয়ে পানিহাটিতে , দম দম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা দলের প্রার্থী শীলভদ্র দত্ত প্রচার সারলেন,
পানিহাটী পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে জমা জলের মধ্যে পায়ে হেঁটে তার প্রচার করলেন এবং এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেন।,
শুনলেন বর্ষা আসলেই কিভাবে তারা দুর্দশার মধ্যে দিন কাটান, হাজারো প্রতিশ্রুতি দেয়ার পরেও এলাকায় হয় না কোন উন্নতি, প্রতিবছরই বৃষ্টি হলেই তারা জলের তলায় বাস করেন, ছোট ছোট ছেলেমেয়েদের বিভিন্ন জ্বর জ্বালা নিয়ে ভোগেন, হবে এর হাত থেকে রেহাই পাবেন সেই দিনটি তারা গুনছেন,
যত সপ্তম দফা ভোটের দিন এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচার তুঙ্গে, জল ঝড় বৃষ্টিকে পেছনে ফেলে, এলাকায় এলাকায় প্রচার সারছেন এবং সভা করছেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা,
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা