গত ২৬/০৫/২০২৪ খ্রি.ঠাকুরগাঁও পুলিশ জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালিত অভিযানে মাদক সহ মোট ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০২নং নেকমরদ ইউপির অন্তর্গত ভবানন্দপুর (টাওয়ার পাড়া) গ্রামস্থ মোঃ আজিজুল কবিরাজের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজা উদ্ধারসহ আসামি মোঃ হুমায়ুন কবির (৪২), পিতা- মৃত আনিসুর রহমান, সাং- গোয়ালকারী, থানা- বালীয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানার পৌরসভাধীন ০৬নং ওয়ার্ড এর অন্তর্গত জগথা মৌজাস্থ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁও গামী পীরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন জনৈক কবির হোসেন এর ভাতের হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক সহ আসামি মোঃ দুলাল হোসেন (২৫), পিতা- মোঃ হাফিজ উদ্দীন, স্থায়ী : গ্রাম-ভেলাতৈড়, উপজেলা/থানা- পীরগঞ্জ (ঠাকুরগাঁও), জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ১২ নং সালন্দর ইউপি’র অন্তর্গত সালন্দর গড়েয়া রোডস্থ ঠাকুরগাঁও হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেইটের সামন থেকে গাঁজা উদ্ধারসহ আসামি মাঃ মাসুদ ওরফে মাসুম (৩১), পিতা- মৃত মকলেছুর রহমান ওরফে মোখলেছুর, মাতা- মর্জিনা বেগম, স্থায়ী: (সাং-পূর্ব হাজীপাড়া), উপজেলা/থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০৭ নং চিলারং ইউপি’র অন্তর্গত বুড়িরবাধ ব্রীজের পশ্চীম পাশে ফাকা জায়গায় সন্দেহভাজন ব্যক্তি মোঃ সারোয়ার হোসেন ওরফে ঝুলু (২৮), পিতা- সাগর আলী, মাতা- মৃত সুরাইয়া বেগম, স্থায়ী: সাং- গুঞ্জুরবাড়ী, উপজেলা/থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁও হতে মাদক উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউপির অন্তর্গত রামনাথ বাজারে জনৈক মোঃ আবুল হোসেনের সেন্ডেলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১২০ (একশত বিশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামি শ্রী রিপন বর্মন (২২), পিতা- ভাগ্যনাথ, স্থায়ী: গ্রাম- মোলানী (ধামপাড়া), উপজেলা/থানা- আটোয়ারী, জেলা-পঞ্চগড়কে গ্রেফতার করা হয়।
তাছাড়া গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পীরগঞ্জ থানাধীন ০১নং ভোমরাদহ ইউপির অন্তর্গত ০৭নং ওয়ার্ড চিলাছাপা গ্রামস্থ লোহাগাড়া থেকে পীরগঞ্জ গামী পাকা রাস্তার উপর থেকে মাদক উদ্ধারসহ আসামি মোঃ মমতাজ আলী (৪০), পিতা- মৃত এরশাদ আলী, সাং- ঘোড়াধাপ (গুচ্ছগ্রাম), ০১নং ভোমরাদহ ইউপি), থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।