মো.মাইনুল ইসলাম : সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলে ডিবি পুলিশ পরিচয়ে রাকিব নামের এক যুবক বেশ কিছু দিন যাবত বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব কখনো সার্কেল এসপি’র ভাই কখনো আইজি’র ভাতিজা পরিচয় দিয়ে সাভার আশুলিয়ায় এলাকায় বেশ কিছু দিন যাবত বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে প্রতারণা করেন। মো.রাকিব হোসেন (২৫)বাগেরহাট জেলার মো. শাজাহান মিয়ার ছেলে বেশ কিছু দিন যাবত আশুলিয়ার বাংলাবাজার সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতো বলে জানা যায়। রাকিব সহ তার সহযোগীরা মিলে মানুষের বাসায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিযান চালিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো।
শুধু তাই নয় কখনো আইজি”র ভাতিজা কখনো এসপি”র ভাই পরিচয় প্রদান করতো আটককৃত রাকিব।
আশুলিয়া থানার এস আই সজিব বলেন, মো.রাকিব হোসেন আমাকে ফোন দিয়ে বলেন, আমি আইজি সাহেবর ভাতিজা ও এসপি”র ভাই পরিচয় দিয়ে আমাকে হুমকি প্রদান করেন। পরে আটক কৃত রাকিবের ব্যাপারে তদন্ত করে দেখি রাকিব ভুয়া পরিচয় দিয়ে বেশ কিছু দিন যাবত সাভার- আশুলিয়া এবং রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে মাদক মামলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো রাকিব ও তার সহযোগীরা।
আজ ২৮ শে সকালে অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে রাকিবকে গ্রেফতার করেন আশুলিয়া থানা পুলিশ।