মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি, রাজশাহী সার্কেল-২ এর আওতাধীন সকল ট্যারিফের গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে গ্রাহক সেবা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১১ টায় নেসকো পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ-১, চাঁপাইনবাবগঞ্জ অফিস কক্ষে এ সভা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা ।
এসময় উপস্থিত ছিলেন, নেসকো-১ চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলিউল আজীম, নেসকো-২ চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম রেজা, বিতরণ বিভাগ-গোমস্তাপুর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফেজ নাসিম বিন জসিম, বিতরণ বিভাগ-গোদাগাড়ী দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হানুল ওয়াজিদ, শিবগঞ্জ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণীর গ্রাহকগণ।
অংশীজনসহ গ্রাহকগণের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, এরফান গ্রুপের প্রতিনিধি আবুল বাসার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, আদর্শ গ্রুপের ফয়সাল হক, দারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জোসনারা অটো রাইস মিলের প্রতিনিধি সেলিম রেজা, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান, নিশান ফুডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি প্রশান্ত সাহা, অগ্রণী সেচ প্রকল্পের সভাপতি সাইফুল ইসলাম, পলসা মহেসপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রতিনিধি রেজাউল হক ও ফজলে রাব্বি, রনোক অটো রাইসমিলের প্রোপাইটর, নবাবগনগজ উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিসহ অন্যান্য বিদ্যুৎ গ্রাহক এবং নেসকো'র কর্মকর্তা ও কর্মচারীগণ।
মতবিনিময় সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী হবার পরামর্শ প্রদান করেন এবং প্রিপেইড মিটারের বিভিন্ন সুবিধাসহ নানাবিধ দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা।
তিনি বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রীর সঠিক ব্যবহার, সোলার সিস্টেম স্থাপন ও ডে লাইট ব্যবহার বিষয়ে গুরুত্বারোপ করেন। তত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা গ্রাহক পর্যায়ে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পরবর্তীতে সকল সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন বলে গ্রাহকদের আশ্বস্ত করেন।