মেহেরুল ইসলাম মোহন নাটোর
নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নিবনগর এলাকায় শামীম আহমেদ(৩০) নামের এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার(২৯ মে-২৪)দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।নিহত শামীম একই এলাকার মৃত ভট্ট মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শামীম দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন।হঠাৎ দুপুর বেলা তার নিজের শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।