মেহেরুল ইসলাম মোহন নাটোর
নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া এলাকায় একটি ইটভাটায় জমে থাকা পানিতে ডুবে রাব্বি(৮)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে ২০২৪) দুপুরে চামটিয়া এলাকায় সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলীর ইটের ভাটায় জমে থাকা পানিতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি লালপুরের বালিতিতা- রামকৃষ্ণপুর পূর্ব পাড়া গ্রামের রিমন আলীর ছেলে বলে জানা যায় এবং রাব্বি প্রায় ১০ দিন আগে উপজেলার চামটিয়া গ্রামে নানা সিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় দুপুরে বন্ধুদের সাথে খেলাধুলার এক পর্যায়ে ভাটার জমে থাকা পানিতে গোসল করতে নেমে সে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রাব্বিকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।