স্টাফ রিপোর্টার::
“তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যালওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ এর সহযোগিতায় পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন,পৌরসভার কর্মরত হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, সহকারী প্রকৌশলী (সিভিল) আশরাফুল ইসলাম কয়েস ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার সহ আগত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,আলোচনা সভায় ২০২৩-২০২৪ অর্থবছরে সুনামগঞ্জ পৌরসভায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ে যাবতীয় কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার” বক্তব্য উপস্থাপন করে ভবিষ্যতে সুনামগঞ্জ পৌরসভাকে তামাকমুক্ত শহর গড়ার লক্ষ্যে সকল পৌরবাসীর নিকট সহযোগিতা কামনা করেন মেয়র নাদের বখ্ত। সেই সাথে পৌর এলাকায় আইন ও বিধি বিধান অনুযায়ী তামাকজাত দ্রব্য বিক্রয় করার জন্য সকল ব্যবসায়ীদের অনুরোধ করেন।