আজ ২৯ শে মে বুধবার, আর মাত্র হাতে গোনা দুটো দিন বাকী, সপ্তম দভা ভোট, সকাল থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বেশ কয়েকটি কর্মসূচী শেষ করলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ফুলতলা সংলগ্ন সাগর সংঘের মাঠ, বারুইপুর পূর্ব দুপুর একটাই জনসভা করলেন, এবং বিকেল চারটেয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, কারবালা বাজার মেটিয়াবুরুজে জনসভা করলেন।
এর আগে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি ধরে যুগ্ননায়ক স্বামী বিবেকানন্দের বাড়ী পর্যন্ত এক বিশাল রোড শো করলেন। বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন,
দুপুর দেড় থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে কেন্দ্র করে সারা এলাকা ব্যারিকেড দিয়ে ঘেরে দেওয়া হয়, এবং যান চলাচল অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। প্রশাসনের অফিসারেরা সারাক্ষণ তদারকী করতে থাকেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশার অপেক্ষায় ব্যস্ততার মধ্য দিয়ে কর্তব্য পালন করেন।,
উপস্থিত ছিলেন, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ শান্তনু সেন, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক পরেশ পাল, বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ও মহানাগরীক ফিরাদ হাকিম, শ্রেয়া পান্ডে, কুনাল ঘোষ, বিধায়ক অতীন ঘোষ সহ অন্যান্য মন্ত্রী ও নেতৃবৃন্দরা এবং কাউন্সিলরা,
ঠিক দুপুর তিনটেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন পাঁচ মাথার মোড় সংলগ্ন নেতাজী মুক্তির সামনে এবং নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং নেতাজীর গলায় মাল্য দানের পর পথ শোভা শুরু করেন, পথসভা শুরু হওয়ার অনেক আগে থেকেই তৃণমূল কর্মীরা ও সদস্যরা এবং সাধারণ মানুষ রাস্তায় ভিড় জমাতে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখার জন্য এবং স্লোগান দিতে থাকেন, ২৪ শে দিদি, বাংলায় দিদি, কাজে দিদি , পাশে দিদি, বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের দিদিকে পুনরাই দেখতে চাই,
তারা রাস্তার দু'ধারে অগণিত তৃণমূল কর্মী ও সদস্যরা জয়ধ্বনি করতে থাকেন এবং মঞ্চে দিদির বিভিন্ন প্রকল্পকে তুলে ধরেন।,
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাস্তা হাত তুলে এবং দুহাত জড়ো করে সকলের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন, পুনরায় বাংলায় যেন প্রতিটি তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেন, তাহারা যেন কাজের মানুষকে ভোট দেন, সঠিক জায়গায় ভোট দেন, সকাল সকাল ভোট দেন, নির্ভয়ে ভোট দেন এই প্রার্থনা জানান,
আগামীকাল অর্থাৎ ২৮ শে মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যেখান থেকে রোড শো শুরু করেছিলেন ঠিক সেই জায়গা থেকেই আজ বাংলার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রোড শো করলেন এবং বিবেকানন্দর বাড়ী পর্যন্ত তিনি পায়ে হেঁটে যান, বিবেকানন্দের বাড়ীর সামনে ও মূর্তির কাছে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের আধিকারিকরা ও গুরুদেবরা, কিছুটা সময় তাহাদের সাথে আলোচনা সারলেন। আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট ও তার কয়েকদিন বাদেই ভাগ্য বিচার।
রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা