মো: তারেক রহমান
প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান পদে জনাব মো: হালিমুল হক মিরু (আনারস) প্রতিকে ৫৪,৪২৯ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী জনাব শেখ আব্দুল হামিদ লাভলু (কাপপিড়িচ) প্রতিকে পেয়েছেন ২৯,৮৮৪ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জনাব মাহবুবে সোবহান শেখ সজল (টিউবওয়েল) প্রতিকে ৭০,০৬৪ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী জনাব মারুফ হোসেন সুনাম (চশমা) প্রতিকে পেয়েছেন ৫৭,২৯৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনাব মোছা: লাবনী ইসলাম কলস প্রতিক্র ৫৯৬৩৮ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী জনাব মৌসুমী খাতূন ৪২,৭৬৮ ভোট পেয়েছেন।