মোঃ আসাদুজ্জামান
বোয়ালমারী উপজেলা প্রতিনিধি
আসন্ন ৰোয়ালমাৱী উপজেলা পরিষদ নির্বাচনি প্রচারণায় জনাব হিরু মুন্সির বিশাল শোডাউন নিয়ে ৰোয়ালমাৱী উপজেলার বিভিন্ন স্থানে প্রবেশ করে ৫ হাজাৱেৱ অধিক সংখ্যক লোক নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রবেশ করে হিরু মুন্সী ভোট চাচ্ছে এবং মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে জনাব হিরো মুন্সি বলেন আমি যদি বোয়ামারী উপজেলায় পরিশোধে চেয়ারম্যান নির্বাচিত হয় এলাকার রাস্তাঘাট সবকিছু উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করবো এবং এলাকায় কিশোর গ্যান নিস্তার করবো এবং এলাকায় সব ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করে দেবো হিরো মুন্সি আরো বলেন বোয়ামারি উপজেলাকে মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ