মোঃ আব্দুল গফুর সিকদার
দ্বীপ ভোলার বিভিন্ন উপজেলার তিন জন মৃত্যু মানুষের ঘর বাড়ি লন্ড ভন্ড হয়ে গেছে এবং ঘূর্ণিঝড় রেমান এর কারণে মানুষের গরু ছাগল মোষ বেড়া ইত্যাদি মারা গেছে মারা গেছেন। ভোলার বিভিন্ন উপজেলার চর ইউনিয়ন গুলো বেরিবাদ না থাকার কারণে ঘূর্ণিঝড় রেমাল এর কারনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানি জলবদ্ধতা এখন পর্যন্ত নামেনী চরফ্যাশন মনপুরা উপজেলা ইউনিয়ন ডালচর ইউনিয় ৫ নং কলাতলী ইউনিয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এসব নদী বন্দর ইউনিয়ন গুলো মানুষের আতংক দিন কাটে যদি চোর ইউনিয় গুলোতে অবদার বেরিবাদ হয়ে যায় তারা বিভিন্ন ঘূর্ণিঝড় জলেশাস থেকে মুক্তি পাবে তাদের ঘরবাড়ি পুকুর পুসকুনি খামার ইত্যাদি কিছুটা নিরাপদে থাকবে।