স্টাফ রিপোর্টার::
'তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি' এই মূলমন্ত্রকে উপজীব্য করে যিনি জাগ্রত জনতার সেবা করে চলেছেন তিনি সাংবাদিক মীর্জা আমিন আহমেদ।
জনপ্রিয় অনলাইন পত্রিকা 'পতাকা ২৪.কম' এর প্রকাশক ও সম্পাদক তিনি। ভাষার ব্যঞ্জনায় সত্য প্রকাশে অসংকোচ আমিন আহমেদ বরাবরই সাহসিকতার দৃষ্টান্ত রেখেছেন যা আজকের তরুণ সংবাদকর্মীদের জন্য আদর্শ।
জন্ম ২৯ মে ১৯৫৯ সালে ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি মানিকগঞ্জে। সুদীর্ঘ চার দশকের পথ পরিক্রমায় তাঁর হাত দিয়ে বেরিয়ে এসেছে নিবেদিতপ্রাণ অসংখ্য সংবাদকর্মী যা সংবাদ জগতের জন্য মাইলফলক। 'আমাদের পতাকা আমাদের মান সত্য সুন্দর বিজয় নিশান' এই স্লোগানকে আদর্শ মেনে এগিয়ে যাক 'পতাকা ২৪.কম'। হয়ে উঠুক আঁধারের যাত্রীদের পথ প্রদর্শক। ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে। মেসবা খান