৩০ শে মে বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের এলুনি গ্রামে , কেন্দ্রীয় বাহিনীর প্রাক্তন সৈনিকেরা শহীদ রাজেশ ঘোষের মূর্তির উন্মোচন করলেন। এবং স্মরণীয় করে তুললেন।
পশ্চিম মেদিনীপুর জেলার তিন নম্বর আলমপুর গ্রাম পঞ্চায়েতের এলুনি গ্রামের বাসিন্দা রাজেশ ঘোষ, ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন, পড়াশোনা শেষ করে ২০১৩ সালে ভারতীয় আর্মি সেনাবাহিনীতে যোগদান করেন। ২০১৯ সালে বাড়িতে এসে ব্যক্তিগত কাজে বেরিয়ে ছিলেন এবং দুর্ঘটনায় প্রাণ হারান।
দীর্ঘ ছয় বছরেরও বেশি ধরে দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করেন, কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেন।
অবশেষে ২০২৪ সালের ৩০ শে মে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে তার পূর্ণ মুক্তি বসানো হয়,
মূর্তি উন্মোচনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায়, প্রাক্তন সাব মেজর রাজকুমার মুখার্জি, আনন্দপুর থানার পুলিশ আধিকারিক রবি লোচন বাঙাল, আমনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরা, ও এলুনি পঞ্চায়েত সদস্য সুভাষ কোল্লা সহ গ্রামের মানুষজন,
সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায় বলেন, আমি সেই মাকে প্রণাম জানাই, যিনি রাজেশের মতো দেশের বীর সৈনিকদের গর্ভধারণ করেছেন, রাজেশের আত্মার শান্তি কামনা করি। পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রাখার চেষ্টা করব।।
আর সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো ,এই সকল বীর যোদ্ধাদের যদি আমরা স্মরণ করি, যারা দেশের জন্য লড়াই করতে গিয়ে ও দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, আমরা নিজেদেরকে গর্ব মনে করি। তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই সকল বীরদের পাশে এইভাবে সবাই এগিয়ে আসুক এইটুকু কামনা করি।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস