মো: ইলিয়াস শেখ কুয়াকাটা প্রতিনিধি:
ঝড় বৃষ্টি আধার কিংবা ঘূর্ণিঝড় সকল সংকটে কলাপাড়া উপজেলা বাসীর পাশে থাকার চেষ্টা করেন কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার মলি।
সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে,যেখানে দেখা যায় কলাপাড়া উপজেলায় অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত হয়।এর মধ্যে নাজমুন নাহার মলি তার বেশ কিছু ঘূর্ণিঝড়কালীন মানুষের পাশে থাকা কিংবা ছুটে চলার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
যেখানে দেখা যায় প্লাবিত মানুষের খোঁজখবর নিতে দ্বারে দ্বারে ঘুরছেন। এছাড়াও পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান এমপি এর পক্ষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক ভাবে সহায়তা করেছেন তিনি।
কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার মলি বলেন,আমি কলাপাড়া উপজেলার সন্তান।
এখানের মাটি ও মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক।আমি এমপি মহোদয়ের নির্দেশে কলাপাড়া উপজেলা সকল বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ বেচে থাকা পর্যন্ত পাশে থাকব।
এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষকে দেখতে যান নাজমুন নাহার মলি