মেহেরুল ইসলাম মোহন নাটোর
নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় স্মার্ট ফোন কিনে না দেওয়াই পরিবারের উপর অভিমান করে মায়ের ওড়না গলায় পেচিয়ে মঈন আলী (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
সে ভাটপাড়া গ্রামের মামুন আলীর ছেলে বলে জানা গেছে।শুক্রবার(৩১মে-২৪)দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,স্মার্ট ফোন কেনার জন্য বেশ কিছুদিন ধরেই জেদ করছিল মঈন আলী, পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকাই সেই মোবাইল কিনে দিতে ব্যর্থ হয় পরিবার। এক পর্যায়ে অভিমান করে নিজ ঘরের তীরের সাথে মায়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মঈন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাছিম আহমেদ জানায়, ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে।লাশ ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।