মোঃ আল আমীন
ভোলা জেলা প্রতিনিধি
৫নং কলাতলী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত লোকদেরকে মাঝে (ত্রাণ) চাল বিতরণ করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা
জনাব জহিরুল ইসলাম,ও ৫নং কলাতলী ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব /
মোঃ আলাউদ্দিন হাওলাদার সাহেব, আরো উপস্থিত ছিলেন,৫নং কলাতলী ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯ মেম্বার সহ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ, তারা বলেন আমরা ১০কেজি চাল পেয়ে সন্তুষ্ট না, ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে প্লাবিত লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষ আমার,
এই ঘূর্ণিঝড়ে হারিয়ে ফেলেছি, লাখ, লাখ টাকার শখের ঘর, চলে গেল হাজার হাজার টাকার মাছ,
মরে গেল লাখ লাখ টাকার গবাদিপশু।
আমরা আমাদের মাননীয় এমপি, মহোদয় জনাব আলহাজ্ব আব্দুলা আল ইসলাম জ্যাকব ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিকট জোরালো আবেদন করছি,যে আমাদের ক্ষতিগ্রস্ত সম্পদ গুলো জন্য দ্রুত আরো বাজেট করা হোক। এবং চতুর্দিকে টিকসই বেরিবাঁধ চাই ।