আব্দুল মজিদ ( স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জের কাজিপুর থানার কর্মরত এ এস আই আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ১জুন বিকাল সাড়ে ৪ টায় দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। থানা সুত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক আজ ১/৬/২৪ তারিখে থানা এলাকায় দায়িত্ব পালন কালীন সময়ে ৩ টার দিকে হটাৎ অসুস্থ বোধ করলে ৩.২০ দিকে তার সহযোগীরা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।প্রাথমিক চিকিৎসার কিছুটা সুস্থ হয়ে ওঠার পরেই বুকে তীব্র ব্যাথা জাগলে চিকিৎসাধীন অবস্থায় ৪.২৫ টার দিকে মৃত্যু বরণ করেন। ঘটনা স্থলে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সহ অন্যান্য সহকর্মী বৃন্দ।নিহত আব্দুর রাজ্জাক পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক কন্যা ও একপুত্র সন্তান রেখেগেছেন।নিহত আব্দুর রাজ্জাক ০৭/০২/২০০২ সালে প্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দান করেন।তার পরে এ এস আই হিসেবে কাজিপুর থানায় ২৩/০৮/২০২০ সালে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।তার বিপি নম্বর ৮১০২০৭৩৩৮৮। হটাৎ করে তার এই মৃত্যুতে শোকাভিভূত কাজিপুর থানার সকল স্তরের কর্মকর্তা ও সহকর্মী বৃন্দ।