1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে- – আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রী 12 বছর উদযাপিত হলো সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পটুয়াখালী ভার্সিটিতে, সহকারী রেজিস্ট্রারের প্রকাশ্য আক্রমণ: ক্যাম্পাসে উত্তেজনা, তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মোরেলগঞ্জে ৪৩২ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ ঝিনাইগাতীতে বিএনপির নেতৃত্বে তোরজোড়: আহ্বায়ক–সদস্য সচিব পদে চূড়ান্ত লড়াই আমতলীতে নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরন ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রেড রোডে চলছে তোড়জোড় ও উপস্থিত বোম স্কোয়ার্ভ অফিসাররা খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের মাঝে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

একদিনের সফরে নরসিংদীতে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।
শনিবার (১ জুন) সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে তিনি নরসিংদীর সার্কিট হাউজে আসেন। এ সময় মন্ত্রীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা প্রশাসক ড. বদিউল আলম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি বেলা ১২টায় শিশু একাডেমির হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাট চাষী, মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি দুপুর ২টায় পৌর পার্কে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং পাট অধিদপ্তর ও জেডিপিসি,বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন। বিকাল ৪টায় তিনি সার্কিট হাউজের হল রুমে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। সার্কিট হাউজ থেকে তিনি সরাসরি শিবপুর উপজেলার কারারচরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুট মিল পরিদর্শন করেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৬টায় সদর উপজেলার সাহেপ্রতাবে অবস্থিত তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুরো ইনস্টিটিউট ঘুরে দেখান এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন শেষে ঢাকার পথে ফিরবেন। এসময় তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি