মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। শনিবার (১ জুন) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা জজ মোঃ রবিউল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার রুকসানা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, পাবলিক প্রসিকিউসর (পিপি) এ্যাড. নাজমুল আজমসহ অন্যরা।
স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইএসডিএ'র বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর আয়োজনে মতবিনিময় সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দীন, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন চেয়ারম্যান মামুন অর রশিদ মমিন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু ও গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ অন্যরা।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার হাফিজ আল আসাদের সঞ্চালনায় সভায় প্রকল্পের অগ্রগতি ও কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইউএনডিপি বাংলাদেশের লিগ্যাল এনালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী মারুফ আহমেদসহ বিচার বিভাগের বিচারকগণ, আইনজীবীগণ এবং জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।