মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
আজকে ১/৬/২৪খ্রি: তারিখ ৬.২৫ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নি:) নুরুল হাকি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৫নং পাঁচথুবী ইউপি ০৫নং ওয়ার্ড এর সাহাপুর (দর্জি বাড়ী) সাকিনের ০১ নং আসামীর সেমিপাকা বসত ঘরের ভিতর হতে ৫২ কেজি গাঁজা সহ ০২জন মাদক ব্যবসায়ী
১। মোঃ গোলাম রাব্বি(২৮), পিতা-মোঃ হারিছ মিয়া, মাতা-মৃত পেয়ারা বেগম ,রাম- সাহাপুর ,থানা-কোতয়ালী, জেলা -কুমিল্লা
২। মোঃ ইমরান হোসেন(২৪), পিতা-আবুল হোসেন, মাতা-আমেনা বেগম , গ্রাম- সাহাপুর ,থানা-কোতয়ালী, জেলা -কুমিল্লাদের গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,মামলা নং-৯১ তারিখ-১/৬/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।