আজ ১লা জুন শনিবার, দমদম লোকসভা কেন্দ্রের বরানগর পৌরসভার অন্তর্গত কয়েকটি বুথ ছাড়া ,বেশ কয়েকটি বুথে গন্ডগোলের সৃষ্টি হয় হাতাহাতি পর্যন্ত হয়।
দমদম লোকসভা কেন্দ্রে বরানগর পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি বুথে এবারে লোকসভা ভোট ও বিধানসভার উপ নির্বাচন ভোট একই সাথে হচ্ছে, ফলে এলাকা উত্তপ্ত,
জানা গেছে বরানগর পৌরসভার আলমবাজার তাঁতিপাড়ার তিন নম্বর ওয়ার্ড, নয় নম্বর ওয়ার্ড, সাত নম্বর ওয়ার্ড ,এক নম্বর ওয়ার্ডের পার্ট নম্বর ১১৩ অধীনে সব কটি ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোট হয়েছে।,
এছাড়া বেশ কয়েকটি বুথে গন্ডগোলের সৃষ্টি হয়, বিশেষ করে বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এবারে উত্তেজনা অনেকটাই চোখে পড়েছে, ওয়ার্ডের বর্শিয়ান বামফ্রন্টের নেতা তন্ময় ভট্টাচার্য উত্তেজিত হয়ে পড়েন, তৃণমূলের বিরুদ্ধে, এবং তৃণমূলের কাউন্সিলর এর সাথে হাতাহাতি, দুজনের মধ্যে বেশ ভাষার বিনিময়, উভয়ের মধ্যে কিছু অবাস্তব কথাবার্তাও শোনা যায়, এবং যথারীতি উভয়ে ই ঠেলা ঠেলি তে পরিণত হয়, অবশেষে পুলিশের মধ্যস্থতায় শান্তিপূর্ণ ভাবে ভোট চলতে থাকে,
তৃণমূলের তরফ থেকে বলেন, তনময় ভট্টাচার্য জানেন একটি ভোটও পাবেন না। তাই ওনার মতিভ্রম হয়েছে, উনি বয়স জ্যেষ্ঠ আমার হাঁটুর সমান, তাই কিছু বললাম না, আমরা দিদির অনুগামী দিদির পথ অনুসরণ করে চলি তাই আমরা ঝামেলা চাইনা, শান্তিতে ভোট চাই।
যারা ভোট দিতে এসেছেন ,এই রৌদ্রে গরমে, আমরা তাদের পাশে সব সময় থাকতে চাই যাতে শান্তিতে ভোট হয়, তৃণমূলের শান্তনু মজুমদার বলেন আমি পারতাম ওনার গায়ে হাত দিতে কিন্তু উনি আমার দাদুর বয়সী তাই নিজেকে সামলে নিলাম।।
ভোট কিছুটা শান্তিপূর্ণ হলেও বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, তাদের এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, এজেন্টের মারধর করা হচ্ছে এবং ভুয়ো ভোটার ভোট দিচ্ছেন, অভিযোগ তুলে লোকসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, ভুয়ো ভোটার না হতো তাহলে এখান থেকে চলে গেলেন কেন সামনে দাঁড়িয়ে দেখাক, তারা সত্তিকারের ভোটার, এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়, এবং বলেন আমার প্রাণ থাকতে আমি এখান চলে যাব না দেখি কিভাবে ভুয়ো ভোট দেয়, তিনি বলেন বিভিন্ন জায়গায় আমাদের লোকেদের মারধর করা হচ্ছে এবং গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তৃণমূলের লোকেরা বুটেবুতে চড়াও হচ্ছে বলে অভিযোগ জানান, মাঝে মাঝে সেন্ট্রাল ফোর্সকে তাড়া করতেও দেখা যায় কিছু বুথে, বুথের কাছে আসতে দিচ্ছেন না।
বরানগর পৌরসভার উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বলেন, আমি আশাবাদী এলাকার মানুষ আমাকে যেমন ভালোবাসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসেন, তাই আমার দৃঢ় বিশ্বাস এলাকার মানুষ তাদের কাজের মানুষকে ভোট দেবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। আমি সব সময় সবার পাশে থাকেন বিভিন্ন প্রকল্প তুলে ধরেন এবং সকল মহিলাদের নিয়ে চলার পথ দেখান, আর আমি এইটুকুন আশা করব ভোট শান্তিপূর্ণভাবে হোক এটাই চাই, কোনরকম বিশৃঙ্খলা না করে সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দেয় এটাই কামনা করি। এলাকার মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে,
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা