বিশেষ রিপোর্টার : প্রশান্ত কুমার (শান্ত)
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ২কোটি ২৬ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
তৃণমুল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চিতকরন ও জনগণের অংশগ্রহনের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ভাটরা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ ঘটিকায় ভাটরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই বাজেট পেশ করেন। সভা পরিচালনা করেন সচিব মোঃ সোহেল রানা। বাজেটপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ মোরশেদুল বারী মোরশেদ। উল্লেখ্য, বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে, ২কোটি ২৬লক্ষ টাকা। উন্নয়নে ধরা হয়েছে।এ অনুষ্ঠানে ইউপি সদস্য, ফরিদুল ইসলাম, মাহবুর রহমান, মোকলেছুর রহমান তোতা, জয়নাল , মকবুল হোসেন সংরক্ষিত মহিলা সদস্য শাহী সুলতানা রেমীও সরিফা আক্তার পলি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।