এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর খানের টিউবওয়েল মার্কার সমর্থনে আজ শতশত মোটরসাইকেল দিয়ে শোডাউন দিয়ে সমর্থন জানিয়েছে নেতাকর্মীগন।
শান্তিগঞ্জ উপজেলা সদর থেকে শুরু করে শোডাউনটি জয়কলস, পাথারিয়া বাজার ঘুরে ডুংরিয়া, পশ্চিম পাগলা, বীরগাঁও, দরগাপাশা ইউনিয়ন হয়ে পূর্ব পাগলায় গিয়ে শেষ হয়।
পথিমধ্যে নোয়াখালী, পাথারিয়া, ডুংরিয়া, পাগলা, আক্তাপাড়া ভবভমি ও চিকারকান্দি বাজারে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সহসভাপতি মাওলানা আনোয়ার পাশা, মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই।
বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা গুলজার আহমদ, মাওলানা আতিকুল হক, মাওলানা সিরাজুল ইসলাম বাহার,মাওলানা সালিক আহমদ, মৌলভী আবুল কালাম, মাওলানা জাকারিয়া মাহবুব, হাফিজ শায়খুল ইসলাম প্রমূখ।