আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।
[তারিখ- ২/০৬/২০২৪ খ্রিঃ]
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৩নং তুষভান্ডার ইউনিয়নের তুষভান্ডার মৌজাস্থ তুষভান্ডার বাজারস্থ দলগ্রাম হইতে তুষভান্ডারগামী পাকা রাস্তায় করিম উদ্দিন আহম্মদ অডিটরিয়াম সংলগ্ন পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলে থাকা ১। মোঃ জামাল হোসেন (২২),পিতা- মোঃ জেয়াদুল হক,সাং- মুধুপুর ব্যাপারী পাড়া,২। মোঃ আতিকুর জামাল(২১),পিতা- মোঃ আব্দুল হামিদ@ হামিদ কাসাই,সাং- শিবপুর,গড়ের পাড়,উভয় থানা- বদরগন্জ,জেলা – রংপুরদ্বয় পালানোর চেষ্টাকালে আটক হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদেরকে তল্লাশীকালে মোটরসাইকেলের সীট ও ট্যাংকীর নিচ হইতে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে। ঘটনা সাথে জড়িত ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা পুলিশের অপর আরেকটি অভিযানে তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম মৌজাস্থ চৌধুরীর মোড়ের পূর্ব পার্শ্বে পলাতক আসামী মোঃ মিজানুর রহমান(৩৫),পিতা- মোঃ করিম উদ্দিন @ কালু মিয়া,সাং- কাশীরাম, থানা- কালীগঞ্জ,জেলা- লালমনিরহাট এর বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তখন পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামী মোঃ মিজানুর রহমান(৩৫) তাহার বাড়ীর ভিতরে গেট সংলগ্ন আঙ্গীনার মধ্যে এক প্লাস্টিকের বাজার করা ব্যাগ রেখে দৌড়াইয়া পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ব্যাগ তল্লাশি করিয়া ১.৫ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।উক্ত ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।