মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
ভেড়ামারায় প্রতিবন্ধী টাকা গেল মেম্বারের নগদ একাউন্টে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মুসলিমপুর এলাকার একজন প্রতিবন্ধীর ভাতার টাকা যাওয়া শুরু করেছে মেম্বারের নগদ নম্বরে।
প্রতিবন্ধীর বা তার স্ত্রীর মোবাইল নম্বরের স্থলে কৌশলে নিজের নম্বর ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ৭ -৯ -২০২৩ তারিখে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করেন সংশ্লিষ্ট ব্যক্তি। গত কয়েকদিন আগে উক্ত নম্বরে টাকা গেছে।
কিন্তু এসবের কিছুই জানেন না ভুক্তভোগী প্রতিবন্ধী ও তার পরিবার।
বিষয়টি অন্যান্য জনপ্রতিনিধিদের মাধ্যমে জানাজানি হলে নুরুন্নাহার বেগম ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। সেই সাথে তিনি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে ঘটনাটি জানান।
এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ভুল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি মেম্বার মোঃ ফারুক হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে ভুক্তভোগীর কোন পাওনা থাকলে তা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন।
এ ব্যাপারে ইউপি মেম্বার পদমর্যাদার একাধিক জনপ্রতিনিধির সাথে আলাপচারিতায় জানা যায় প্রতিবন্ধীর অনলাইন আবেদনে প্রতিবন্ধী বা তার পরিবারের সদস্যদের মোবাইল নম্বরের স্থলে মেম্বারের মোবাইল ফোন নম্বর সংযুক্ত করা নীতিগত কারনে ঠিক নয়।
এদিকে সংশ্লিষ্ট ইউপি মেম্বার এর নগদ নম্বরে প্রতিবন্ধী ভাতা অর্থ জমা পড়লেও তিনি এ বিষয়ে প্রতিবন্ধীর পরিবারকে কোন কিছু অবগত করেননি।
বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন বলাবলি করছেন, মোবাইল ফোন নম্বর ওলটপালট করে এখন ধরা পড়ে ঘটনাটিকে ভুল বলে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তারা বলছেন আসলে এটা ছিল চুরিবিদ্যার একটি প্রয়োগ।