মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:”যুবকেরা মাদক ছেড়ে মাঠে চল,ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাজার খেলা ফুটবল”এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে পৌর শহরস্থ ০৮ নং ওয়ার্ডের বারাকপাড়া এলাকায় টাওয়ার সংলগ্ন শহীদ ইছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রথম ম্যাচে’র এর শুভ উদ্বোধন করা হয়েছে।২জুন রবিবার বিকেলে”শহীদ ইছা স্মৃতি ফাউন্ডেশনের”এর উদ্যোগে শহীদ ইছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রথম ম্যাচে’র শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সাবেক সফল পৌর মেয়র ও দুদফায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মোঃ হুমায়ুন কবির রুমান।এসময় শহীদ ইছা স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওয়াসিম আকরাম এর সভাপতিত্বে শহীদ ইছা স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েজীদ হাসান,জেলা যুবলীগের অন্যতম নেতা মোঃ আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সম্রাট,দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক,মোঃ ইউসুফ আলী রবিন,জেলা যুবনেতা মোঃ রাজিবুল রহমান, খেলা পরিচালনায় ছিলেন পরিচালক মোঃ শহীদ মিয়া, সহকারী পরিচালক সহ সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ সহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন। শহীদ ইছা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ১২ দলের খেলা আয়োজন করা হয়েছে। শহীদ ইছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী প্রথম ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন নবউদ্দিপনা একাদশ বনাম প্রগতি স্পোর্টিং ক্লাব। ৫০ মিনিটের খেলা শুরু হয় দুই দলের খেলোয়াড়গণ দর্শকদের খুবই সুন্দর খেলা উপহার দেয়,দর্শকরা খুবই সুন্দর ও শান্তিপূর্ণ,মনোরম পরিবেশে খেলা উপভোগ করেন,এবং ৫০ মিনিটের খেলায় কোন দল গোল করতে পারেননি,পরবর্তী খেলার সময় জানিয়ে দেওয়া হবে বলে খেলার আয়োজক কমিটিরা ঘোষণা করেন।