মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে
ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মাওলা (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার(২ জুন) বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার নামক স্থানে মর্মার্ন্তিক এদুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ি গোলাম মাওলা সে সাদুল্লাপুর উপজেলার লালবাজারের জামুডাঙ্গা এলাকার মৃত আকবর আলীর ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছে,
বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, অটোরিকশা থেকে ছিটকে পড়ে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক
গম ব্যবসায়ি মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার সকালের দিকে গম ক্রয়ের জন্য গোলাম মাওলা নামের ব্যক্তি বাড়ি থেকে বের হয় গাইবান্ধায় আসেন। আনুমানিক
বিকেল সোয়া তিনটার দিকে অটোরিকশা যোগো গম ক্রয় করে বাড়ির দিকে রওনা দেয়।
পথিমধ্যে গাইবান্ধা - সাদুল্লাপুর আন্ঞ্চলিক সড়কের সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার নামক স্থানে পৌঁছালে অটোরিকশার পৌছনো থাকা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে স্বজড়ো ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটির চালক সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এসময় ব্যবসায়ি গোলাম মাওলা অটোরিকশা থেকে ছিটকে পড়ে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা এঘটনায় দ্রুত অটোরিকশা চালককে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। তাৎক্ষণিক অটোচালকের পরিচয় জানা যায়নি।
এবিষয়ে
গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল ইসলাম জানান, এঘটনার পরপরই ঘাতক
ড্রাম ট্রাকের চালক দ্রুত সেখান থেকে পালিয়ে গেলেও ডাম্প ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।