১লা জুন শনিবার, সপ্তম দফা লোকসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে কলকাতা সহ যে সকল এলাকায় চলছে, এই সকল এলাকার মার্কেটগুলি দেখলে মনে হয় একটা বন্ধের রূপ নিয়েছে।
রাস্তাঘাট থেকে শুরু করে যান চলাচল প্রায় চোখে না পড়ার মতো, এমনকি জনবহুল এলাকার মার্কেটগুলি পর্যন্ত বন্ধ। একটিও দোকান খোলা চোখে পড়ে না , এমনকি অফিস কাচারিও পর্যন্ত বন্ধ ছিল। এমনকি দর্শনীয় স্থানগুলিও বন্ধ রাখা হয়েছিল তার সাথে সাথে সিনেমা হল গুলিও।
সপ্তম দফা ভোটকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তার জন্য, প্রতিটি মেট্রো স্টেশনে নাকা চেকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছিল, প্রতিটি গেটের সামনে প্রশাসনের অফিসাররা, মেট্রো যাত্রীদের ব্যাগ গুলিকে চেক করতে দেখা যায়, শুধু তাই নয় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ফোর্স।
যে সকল ক্রেতা ও পথ চলতি মানুষ ভোট দেওয়ার পর বেরিয়েছিলেন, তাহারাও এসে বিপাকে পড়েছেন কলকাতায়, যদিও মেট্রো চলাচল করেছে, কিন্তু একটিও দোকান না খোলায়, অনেক ভাবেই বিপাকে পড়েছেন ক্রেতা থেকে শুরু করে পথ চলতি মানুষ, কারণ এই প্রচন্ড গরমে একটা জলের দোকান পর্যন্ত খোলা না পেয়ে, ফলে আরো অসস্তিতে পড়েছিলেন সকলে।
রাস্তায় লোকজন না থাকার মতই এমনকি যান চলাচল ছিল একদম চোখে না পড়ার মতো। আর সাথে সাথে চোখে পড়ে প্রশাসনের নজরদারী, যাহাতে কোনরকম বিপদ না ঘটে, অশান্তির সৃষ্টি না হয়,
আজ রবিবার একইভাবে মার্কেট অনেকটাই ফাঁকা, কারণ অনেক দোকানদারি ভোট দিতে গিয়েছেন তার নিজেও জেলায়, দোকানে কর্মচারীর হার ছিল কম, আবার কোথাও কোথাও রবিবারের দোকান বন্ধ থাকায় মার্কেট পুরো ফাঁকা চোখে পড়ে। আর ক্রেতাদেরও হার অনেকটাই কম।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা