★নিয়েছে ব্যাতিক্রমী সব
উদ্যোগ
★ঘুরে ঘুরে বিতারণ করছে বিশুদ্ধ খাবার পানিসহ বিশুদ্ধকরণ ট্যাবলেট।
মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ও তীব্র জলোচ্ছ্বাসের আঘাতে গৃহহীন, সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন এলাকার লাখ লাখ মানুষ। ঘূর্ণিঝড়ের কারণে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে রাস্তায়,খোলা আকাশের নিচে নির্ঘুম রাত পার করছেন অনেকেই। প্রতিমুহূর্তে তারা ভোগ করছেন অবর্ণনীয় কষ্ট। তারই পাশাপাশি অধিকাংশ স্থানের সূপেয় খাবার পানির প্রধান উৎস পুকুরগুলো ডুবে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে এ অঞ্চলে। চারদিকে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগব্যাধি।এমন সময় ‘বিডি ক্লিন – মোরেলগঞ্জ’ টিম নামের এক ঝাঁক তারুণ্য একটি ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে। ‘বিডি ক্লিন – মোরেলগঞ্জ’টিম এ অঞ্চলের খাবার পানির তীব্র সংকট বিবেচনা করে মোরেলগঞ্জ উপজেলার নদী পাশ্ববর্তী এলাকার পঞ্চাশটিরও অধিক পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে। ‘বিডি ক্লিন – মোরেলগঞ্জ’ এর উপজেলা উপ-সমন্বয়ক মুসাদ্দিক বিল্লাহ তামিম এ প্রতিবেদককে জানান, ২০২২ সালের ১১ই অক্টোবর মোরেলগঞ্জ উপজেলার কিছু স্বপ্নবাজ তারুন্যের হাত ধরে পরিচ্ছন্নতার সপ্ন বুকে নিয়ে লাল-সবুজের চেতনায় আবৃত তারুন্যের সংগঠন ‘বিডি ক্লিন – মোরেলগঞ্জ’ উপজেলায় পথচলা শুরু করেন। পরিচ্ছন্ন মোরেলগঞ্জ বির্নিমানে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মোরেলগঞ্জের ক্রান্তিলগ্নে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীতে সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সব নাগরিকের নৈতিক দায়িত্ব মনে করছেন তিনি। তাই তিনি আরও বলেন আমরা ‘বিডি ক্লিন – মোরেলগঞ্জ’ টিম একটি উদ্যোগের মাধ্যমে পাচঁশত বিশুদ্ধকরন ট্যাবলেট ও বিশুদ্ধ খাবার পানি ক্ষতিগ্রস্ত পরিবারের বাসায় পৌঁছে দিয়েছি। আমরা দেশ এবং জন্মভুমি মোরেলগঞ্জের যেকোনো সংকটময় অবস্থায় মানুষের পাশে থেকে কাজ করতে প্রস্তুত আছি ইনশা-আল্লাহ।