আগামীকাল ৪ঠা জুন মঙ্গলবার, সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনার কাজ, আর সেই উপলক্ষে আজ ৩রা জুন সোমবার , ঠিক দুপুর ২.৩০ মিনিটে, যদু বাবুর বাজারের উল্টোদিকে, ভবানীপুর পার্টি অফিসের সামনে কামারহাটির বিধায়ক মদন মিত্র ভোটের ফলাফল ও সবার মঙ্গল কামনায় একটি যঞ্জ করলেন। পুরোহিত ডেকে পুজোপাঠ করে, তিনি রীতিমেনে এই যঞ্জ করলেন। অগণিত তৃণমূল কর্মী এই যঞ্জে সামিল হন।
আগামী কাল ভোটের ফলাফল, যাতে সবাই শান্তিতে থাকে, সারা বাংলা মানুষ শান্তিতে বসবাস করে, সকলের মনে যেন শান্তি ফিরে আসে এবং বাংলার জয় হয় , জয় বাংলা তার এই যজ্ঞের মধ্য দিয়ে প্রার্থনা করলেন।
আর তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল প্রার্থনা করলেন।
যজ্ঞের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি প্রকল্প মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রার্থনা করলেন কন্যাশ্রী জয়, স্বাস্থ্য সাথীর জয় , স্টুডেন্ট কার্ডের জয়, যুবশ্রী জয়, প্রভৃতি।
এর সাথে সাথে প্রধানমন্ত্রী কে এক চোট নিলেন ,এমনকি বিজেপির প্রেসিডেন্ট কে,
মদন মিত্র বলেন মোদি যে পুজো করছে সেটা ভ্রষ্টাচার পুজো, কোন কিছুর জন্য এত খরচা করে ধ্যান করতে হয় না।