মোঃ সবুজ খান স্টাফ রিপোর্টার
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপে নির্বাচনে মির্জাপুরে রাজনীতির মাঠ এখন গরম।
কে হতে যাচ্ছে আগামীদিনের মির্জাপুর উপজেলার চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
তাহরীম হোসেন সীমান্ত আনারস মার্কা।
এস এম মোজাহিদুল ইসলাম মনির কাপ পিরিচ মার্কা।
ফিরোজ হায়দার খান মটর সাইকেল মার্কা।
মির্জাপুর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন ২৬৬টি গ্রাম নিয়ে১৯৮২সালে মির্জাপুর উপজেলা পরিষদ গঠিত। আগামী ৫ই জুন টাংগাইল জেলা মির্জাপুরে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে নির্বাচন হওয়ার কথা রয়েছে। অপেক্ষা শুধু একটি রাত। তথ্য মতে এ উপজেলায় মোট ভোটারে সংখ্যা ৩৫৬৯১৯জন।পুরুষ ভোটার ১৭৮৯৭৪, মহিলা ১৭৭৯৩৯, হিজরা ৬ জন।