আব্দুল মজিদ (স্টাফ রিপোর্ট) প্রতিনিধিঃ কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে স্থায়ী বহিষ্কার করেছে প্রেসক্লাবের সদস্য অন্জনাকে। সাংবাদিক অন্জনা সাপ্তাহিক অপরাধ সংবাদ পত্রিকা ও নিউজ অলবাংলা পত্রিকার (অনলাইন) কর্মরত ষ্টাফ রিপোর্টার নবাগত এসএসসি পাশ। অভিযোগ ও প্রতারনার বিষয়ে গত ৩১/৫/২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় কাজিপুর উপজেলা প্রেসক্লাবে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্য বিষয় বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয়ে সাধারন মানুষের সাথে কাজিপুর প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো অন্জনা। বিভিন্ন সময়ে একাধিক ব্যাক্তি তার বিরুদ্ধে লিখিত /মৌলিক অভিযোগ দায়ের
করেন কাজিপুর উপজেলা প্রেসক্লাব বরাবর যাহা সত্য প্রমানিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বার বার মৌখিক / লিখিত নোটিশ প্রদান করা হয় তাতেও খান্ত হন নি সাংবাদিক অন্জনা। এতে প্রেসক্লাবের ভাবমুর্তি ক্ষুয়। যার প্রেক্ষিতে প্রেসক্লাবের সকল সাংবাদিক দের মতামত অনুযায়ী সাংবাদিক অন্জনাকে কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়।৩/৬/২৪ইং তাং লিখিত আকারে অন্জনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সভায় মাননীয় সভাপতি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের বলেন বহিস্কৃত সাংবাদিক অন্জনার সাথে কোন প্রকার কাজে না যাওয়ার জন্য অনুরোধ করেন। বহিস্কৃত সাংবাদিক অন্জনা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের পরিচয়ে কোন কার্যক্রম না করে সেদিকে সকলকে খেয়াল রাখতে বলেন। আর যদি প্রেসক্লাবের পরিচয় দিয়ে কার্যক্রম করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।