আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার)সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে সাহিত্য, সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন, মেহেদি উৎসব, বিএনসিসি ক্যাডেটদের উদ্বুদ্ধকরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ চত্বরে ‘আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে কুরআন তেলাওয়াত, গীতাপাঠ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও অভিনয়সহ মোট ১৯টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে বিএনএনসিসি ও রোভার স্কাউটসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও রাষ্ট্রীয় সালাম জানানো হয়। প্রধান অতিথির সহধর্মিণী মিসেস আফিয়া আফরোজা মিনাকে নিয়ে মেহেদী উৎসব উদ্বোধন করেন।
বিশেষ এ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক ছাত্র নেতা খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, সহযোগী অধ্যাপক ড আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক এস এম আদিলুজ্জামান, শিবু চন্দ্র অধিকারী, আলাউদ্দিন আকন্দ, মরিয়ম আক্তার, নিশাত সীমা প্রমুখ।
অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, "শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির স্বরূপ অন্বেষার গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের জাতিসমূহের দরবারে একটি বিশেষ জাতির অবস্থান কোথায়, তা চিহ্নিত করা যায় তার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আলোক শপথ করে। কারণ শিক্ষা একটি জাতির অবয়ব নির্মাণ করে, সাহিত্যে সে অবয়বের প্রতিফলন ঘটে আর সংস্কৃতি তাকে পূর্ণতা দান করে। এভাবেই একটি জাতির পরিচয় বিধৃত হয় তার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে।" অনুষ্ঠান পরিচালনা করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ক্যাডেট সার্জেন্ট মিরা এবং ক্যাডেট মোঃ নুর আলম। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।