তপন দাস
নীলফামারী প্রতিনিধি
জলঢাকা থানায় যোগদানের পর পর চমক দেখালেন নবাগত
অফিসার ইনচার্জ
নজরুল ইসলাম মজুমদার । পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ,জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে ,গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে । জলঢাকা থানাধীন ৩ নং বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম মৌজাস্থ ৪ নং ওয়ার্ডের জনৈক রাবেয়া বেওয়া এর বসতবাড়ি সংলগ্ন বালাগ্রাম হইতে জলঢাকা গামী পাকা রাস্তার উপর ,০৩/০৬/২০২৪ তারিখ ভোর ০৫.৪৫ মিনিটে আসামী ১।মোঃ সাফিন ইসলাম (২৮) পিতা মোঃ আনিছুর গ্রাম- উত্তর ঝুনাগাছ চাপানি আসামী২। মোঃজহিরুল ইসলাম(৪৫) পিতা মৃত- ওসমান গনি উভয়ের গ্রাম- উত্তর ঝুনাগাছ চাপানী থানা ডিমলা জেলা নীলফামারীদ্বয়ের হেফাজত হইতে, ০১(একটি) সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর ০৩ (তিনটি) পোটলা গিয়া রঙের কসটেপ দ্বারা বিশেষ, কায়দায় মোড়ানো লাল রঙের প্লাস্টিকের রশি দ্বারা পেঁচানো ০৫ কেজি গাজা মোটরসাইকেলে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় । উক্ত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা । ধৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-০৫ তারিখ -০৩/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(খ)/৪১ রুজু করা হয়। মাদকবিরোধী অভিযান চলমান রহিয়াছে । তার দুদিনের মধ্যে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার এবং এস আই আবু বক্কর সিদ্দিক ও থানার চৌকস অফিসার ফোর্সদের সাথে নিয়ে ৫-৬-২০২৪ তারিখ ভোর ৫:৩০ মিনিটের দিকে থানা এলাকায় এক লোমহর্ষক তালাশি অভিযান পরিচালনা করে ১ টি চার্জার ভ্যান সহ ১০০ (একশত ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সহ ২ জন কে আটক করতে সক্ষম হন ।
উল্লেখ্য যে' তিনি জলঢাকা থানায় যোগদান করার পর পরই
চমক দেখালেন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ
নজরুল ইসলাম মজুমদার বলেন ,আমি জলঢাকাকে মাদক মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করবো।