আজ ৫ই জুন বুধবার,ঠিক দুপুর বারোটায়, কলকাতা পৌর সংস্থার পরিবেশ ও ঐতিহ্য বিভাগ দ্বারা আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো কলকাতা পৌরসভার সম্মুখে, এবং এখান থেকে জনগণকে সচেতন করতেই, প্রতি বছরের ন্যায় এ বছরও ট্যাবলো সমেত এস এন ব্যানার্জি রোড, ডরিনা ক্রসিং ,লেলিন সরণী হয়ে কলেজটির পর্যন্ত একটি সচেতনতা পদযাত্রা করেন। এবং কলেজ ট্রীটে পথযাত্রা শেষ হওয়ার পর ,সচেতনতা নিয়ে একটি নাটক পরিবেশিত হয়।
এই বিশ্ব পরিবেশ দিবসে মঞ্চে উপস্থিত ছিলেন, মন্ত্রী ও কলকাতার মহানগরীক ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশীষ কুমার, এছাড়াও উপস্থিত ছিলেন বৈশ্ব্যানর চট্টোপাধ্যায় ,দেবলীনা বিশ্বাস ,সোমা চৌধুরী, সন্দীপ বক্সী ,তারকেশ্বর চক্রবর্তী সহ অন্যান্যরা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, একটি ট্র্যাকলাইন ব্যবহার করেন... আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ ,এই প্রজন্ম পুনরুদ্ধারের দায়বদ্ধ আমরা,
এই পরিবেশ দিবসে উপস্থিত ছিলেন বৈদ্যপাড়া হাইস্কুলের ছেলে মেয়েরা ,তাহার বর্জ্য পদার্থ দিয়ে বেশ কিছু তৈরি জিনিস উপহার দিলেন মঞ্চে উপস্থিত সকলকে। জাহা আমরা খাওয়া-দাওয়ার পর ছুড়ে ফেলে দিই যেখানে সেখানে, বর্জ্য পদার্থ যে মূল্যবান ,বর্জ্য পদার্থ যে কাজে লাগে , এই ছাত্ররা তাদের হাতের তৈরি জিনিস দিয়ে প্রমাণ করলেন মঞ্চে উপস্থিত অতিথিদের হাতে তুলে দিয়ে।
এর সাথে সাথে একটাই বার্তা দিলেন প্লাস্টিক ব্যবহার করবেন না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না, তরকারি আইন অনুযায়ী প্লাস্টিক ব্যবহার করুন।
পরিবেশ ও জল দূষণ করিবেন না। জলাশয় পরিষ্কার রাখুন।
কলকাতা মহানগরী ও মন্ত্রী ফিরদাকে সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একটা কথার বারবার তুলে ধরলেন প্লাস্টিক যদি বর্জন না করেন, যারা সরকারি আইন না মেনে প্লাস্টিক ব্যবহার করতেন তারাও যদি সচেতন না হন, তাহলে পৃথিবী ধ্বংসের মুখে পরিণত হবে, এবং মানুষ রোগ থেকে মুক্তি পাবে না।
সকলকে একটা বার্তা দিলেন, যদি কেউ সরকারী আইন না মেনে কমা প্লাস্টিক ব্যবহার করে, তাদেরকে ধরে প্রশাসনের কাছে নিয়ে যাবেন। এবং প্রশাসনকে জানাবেন।, এবং গাছ কেটে ধ্বংস করবেন না একটা যদি গাছ কাটেন ,তাহলে পাঁচখানা গাছ লাগিয়ে ,সেই জায়গা পূরণ করবেন,
এরপর তিনি একটি গাছ লাগিয়ে, গাছে জল দিয়ে, এই সচেতনতার শুভ সূচনা করলেন।
এই পথে যাত্রার প্রথম ভাগে ছিলেন, মাননীয় মহানগরের মন্ত্রী বিরাজ হাকিম, বিধায়ক দেবাশীষ কুমার, দেবলীনা বিশ্বাস, সোমা চৌধুরী, বৈশ্ব্যানর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
পিছনে পিছনে পায়ে পা মিলান স্কুলের ছাত্র-ছাত্রীরা মানুষকে সচেতন করতে বিভিন্ন প্লাকার হাতে, এবং বেশ কয়েকটি ট্যাবলুই সাজানো ছিল পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় তাহার মডেল, । সাথে পৌরসভার কর্মচারীরা পদযাত্রায় পা মেলান।
আরো একটি কথা উল্লেখ করলেন ,১৯৭৩ সালে এই পরিবেশ রক্ষা নিয়ে প্রথম শুরু হয় পরিবেশ ও সচেতনতা দিবস, কিন্তু ৫১ বছর হয়ে গেলো, এখনো মানুষের সচেতনতা ফিরেনি, তাই আরো একবার মানুষকে সচেতন করার জন্যই এই পথে যাত্রা।।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা