আজ ৫ই জুন বুধবার, ঠিক সন্ধ্যা ছটায়, তৃণমূল কংগ্রেস আই এন টি ইউ সি এর ,... ধর্মতলা দূরপাল্লার বাস শ্রমিক সংগঠন ও সি বি টি হকার্স ইউনিয়ন আয়োজিত বিজয় মিছিল করলেন। সবুজ আবির মেখে ও বাজি ফাটিয়ে মাইকের গানের তালে তালে হুল্লোড় করতে করতে সারা নিউমার্কেট চত্বর ঘুরে ,এস এন ব্যানার্জি রোড হয়ে পুনরায় ধর্মতলা বাস ডিপোয় ফিরে আসেন।
সবার মুখে একটাই স্লোগান জয় বাংলা, জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, জয় অভিষেক ব্যানার্জীর জয়,
প্রায় দুই থেকে আড়াইশো শ্রমিক কর্মচারী এই বিজয় মিছিলে পা মেলা, ম্যাটাডোরে মাইক সাজিয়ে পানির তালি নাচতে নাচতে সারা ধর্মতলা চত্বর ঘুরলেন,
৪ঠা জুন মঙ্গলবার, তৃণমূল কংগ্রেসের একের পর এক জয়ের বার্তা যখন সবার কাছে পৌঁছায়, উল্লাসে যেমন কালীঘাটের বাড়িতে কর্মীরা পৌছান, এমনি ২৯ টি আসন পেয়ে আজ একের পর এক জয়ের মিছিল করলেন। সবুজে সবুজ সারা ধর্মতলা চত্বর। প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে কোনরকম গন্ডগোল না হয়।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা