1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বিশ্ববিদ্যালয়ে অর্থের অভাবে ভর্তি হতে পারছে না মেধাবী আমেনা, সাহায্যের আবেদন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে ঘরের ছাদে কমলা চাষ করে সফল ডা: সুহিত রঞ্জন নরসিংদী পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মহসিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেছারাবাদে এক কৃষক লোককে নিয়ে ব্যবসায়ির নানা অপপ্রচার বগুড়ায় হোটেল ম্যানেজার হত্যার আসামী আলিফ শেখ গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাসিরনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ঠাকুরগাঁওয়ের খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভ গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

বিশ্ববিদ্যালয়ে অর্থের অভাবে ভর্তি হতে পারছে না মেধাবী আমেনা, সাহায্যের আবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা গ্রামের এক মেধাবী ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অনেক টাকার প্রয়োজন। যা আমেনার পিতা-মাতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আর ভর্তি হতে না পারলে ঐ মেধাবী ছাত্রী আমেনার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তাই যদি কোন সহৃদয় ব্যক্তি আমেনার সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে আসেন তাহলে এই মেধাবী আমেনা কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবে বলে জানিয়েছে।

সরেজমিন আমেনার বাড়িতে গেলে জানা যায়, আমেনার পিতা কুদ্দুস আলী সরদার একজন দিনমজুর। তার মা মর্জিনা বেগম মাগুরা বাজারে রাইচ মিলে শ্রমিকের কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ করে। আমেনার পিতা কুদ্দুস সরদার জানান, আমার এই ভিটেবাড়ি ১২শতক জমির উপর। তাও আমার ভাইয়ের সঙ্গে মামলা চলছে। আমি মেয়ের লেখাপড়ার খরচ কিভাবে যোগাড় করব। তাই আপনারা যদি পত্রিকায় দিয়ে আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন তাহলে আমার মেয়েটা তার জীবনটা গড়তে পারবে। এদিকে মেধাবী ছাত্রী আমেনা খাতুন জানান, আমি এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ ও এইচএসসি পরীক্ষায় মাগুরা আইডিয়াল মহিলা কলেজ থেকে ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছি।

আমেনা খাতুন আরও জানান, আমি গুচ্ছে ৭২৫তম স্থানে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮১৩ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০৯৩তম স্থান পেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারছি না। আমার পিতা-মাতার পক্ষে অর্থ ম্যানেজ করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িযেছে। তাই যদি কোন সহৃদয় ব্যক্তি আমার ভর্তির সুযোগ করে দেন তাহলে আমি আমার ভবিষ্যৎ গড়তে পারব। আমেনা খাতুন ভবিষ্যৎ বিসিএস ক্যাডার হয়ে জীবন গড়তে চাই। যদি কোন ব্যক্তি যোগাযোগ করতে চায় তাহলে ০১৮২৫৬০১৬৮৮ নন্বরে যোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ জানান, আমেনা খুব মেধাবী ছাত্রী। তার মেধা আজ এই পর্যন্ত নিয়ে আসছে। আমেনাকে পড়ালেখা বাবদ আমাদের কলেজ থেকে কোন টাকা নিইনি। আমি যতদুর সম্ভব সাহায্য করেছি। আমি ও কলেজের সকল শিক্ষক আমেনার সফলতা কামনা করছি। অন্য দিকে মাগুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ ময়নুল ইসলাম জানান, আমেনা অত্যন্ত মেধাবী ছাত্রী। তার পিতা খুব অসহায়। দিন মুজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। আমি দোয়া করি আমেনা ভবিষ্যৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাগুরাবাসির মুখ উজ্জ্বল করুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি