উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের নালন্দা পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকাল ১০টার দিকে জমিতে কাজ শেষ করে পুকুরে হাত-পা ধোয়ার জন্য যায়। এসময় পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সাথে লাশ ভেসে আসে। এসময় তিনি ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওসি মাইদুল ইসলাম আরও জানান, ধারনা করা হচ্ছে গতকাল (মঙ্গলবার) রাতে যেকোন সময় পানিতে ডুবে প্রাণ হারাণ ওই ব্যক্তি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে।