নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিলের কোথাও সরজমিন আবার কোথাও কোথাও পুকুর সংস্করণের নামে রাতের আঁধারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ম্যানেজ করে অথবা তাদের চোখের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে সেই মাটি ট্রাক্টর যোগে এলাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে উক্ত বিলের কৃষি জমির আবাদ ও বিলের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করছে,সেই সাথে বিলে জলাবদ্ধতার ফাঁদ তৈরি করা হচ্ছে এতে সাধারণ কৃষকদের মনে হতাশার সৃষ্টি হয়েছে মর্মে স্থানীয় এলাকাবাসী সেই মাটি খেকোদের ৬ জনের নাম উল্লেখ করে নাটোর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত মাটি খেকোরা হলেন,
উক্ত ইউনিয়নের গন্ডবিল গ্রামের মৃত জাপান আলীর ছেলে আব্দুল্লাহ(৪৭),মৃত ছবির আলীর ছেলে কিয়ামত আলী(৪৫),আমজেত আলীর ছেলে রাজিব(৩২),আট্টিকা গ্রামের মৃত শুকচাঁন আলীর ছেলে মিন্টু (৩৫),মনিহারপুর গ্রামের মৃত ফকির আলীর ছেলে সাইফুল(৫২) ও আব্দুল হান্নান সরকারের ছেলে মাসুম(৩২)।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন,আমাদের বসন্তপুর বিলটি মির্জাপুর,ওমরপুর,জোতগৌরী,মনিহারপুর,বেরিলাবাড়ী,আট্টিকা,পাইকপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম নিয়ে বসন্তপুর বিল।এই বিলে পানি নিষ্কাশনের সু ব্যবস্থা ছিল,বিভিন্ন ধরনের ফসল ফলতো কিন্তু বর্তমানে মাটি খেকোদের উৎপাতে এই বিল আর বিল নেই হচ্ছে শত শত পুকুর আর আর মাটি হরিলুটের মহা উৎসব।রাঁতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টর যোগে বহন করে সেই মাটি বিক্রি করে এলাকার বিভিন্ন এলাকায়।এ ঘটনা আমরা থানা পুলিশ,ইউএনও এবং এসিল্যান্ডকে জানালে তারা ঘটনা স্থলে আসার আগেই ভেকুর দালালরা জানিয়ে দেয় তখন বন্ধ থাকে,আবার চলে যাওয়ার সাথে সাথে চালু হয়।এটা পুলিশ-প্রশাসন আর মাটি খেকোদের ভেলকিবাজি বলেও মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরব্বি সংবাদ কর্মীদের বলেন,আমরা এই বসন্তপুর বিলকে মাটি খেকোদের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বারবার অবগত করেও কোন সুফল পাইনি তাই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ডিসি অফিসে লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছি।আমরা দেখতে চাই এই মাটি খেকোদের খুঁটির জোর কোথায়??।
তিনি আরও বলেন,অভিযোগের অনুলিপি সদয় অবগতির জন্য মাননীয় কৃষি মন্ত্রী ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের দপ্তরে পাঠানো হয়েছে।আশা করি এবার সুফল হবে।
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক আবু নাসের ভূঞা বলেন অভিযোগটি অফিসিয়াল ভাবে রিসিভ করা হয়েছে, আমার হাতে পৌঁছালেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।