আজ ৮ই জুন শনিবার, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের লোনাচক গ্রামে এই ঘটনাটি ঘটে,
আজ দুপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটি নিয়ে পালানোর সময়, গ্রামবাসীদের হাতে ধরা পড়ে চোরটি।
এরপর চোরকে গ্রামবাসীরা গাছে বেঁধে বেদম উপহার করতে থাকে।
ঘটনাস্থলে আসেন কোলাঘাট থানার পুলিশ এবং আটক করে ধৃত চোরকে , তবে এখনো পর্যন্ত তাহার পরিচয় পাওয়া যায়নি। এইনয়েএলাকায় চাঞ্চল্যক ছড়িয়েছে , ভোর দুপুরে এরকম একটি ঘটনা ঘটায় সকলের মনে একটা ভয়ের সঞ্চার হল, এত লোকের সামনে থেকে যেভাবে চোরটি পিকআপ ভ্যান নিয়ে পালাতে চেয়েছিল। পুলিশ ধৃত চোরের পরিচয় জানার চেষ্টা করছে।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়।