উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
আজ ৮ জুন ২০২৪ ইং ২৫ শে জৈষ্ঠ্য ১৪৩১ বাংলা, শনিবার , ৪ তম শুভ অধিবাসের মধ্য দিয়ে দেশ মাতৃকার শুভকল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে শনিবার সন্ধ্যায় শ্রীমদ্ভগ্বদ, গীতা পাঠ, গঁঙ্গা আবাহন, মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের খোদ্দনারায়নপুর (পালপাড়া) গ্রাম খোদ্দনারায়নপুর (পালপাড়া) সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে ১৬ প্রহর (দুই দিনব্যাপী) ২৬ শে জৈষ্ঠ্য ১৪৩১ বাংলা ৯ ই জুন ২০২৪ রবিবার, ও ২৭ জৈষ্ঠ্য ১৪৩১ বাংলা ১০ ই জুন ২০২৪ সোমবার, শেষ রাত্রি পর্যন্ত এই দুইদিন রাধাগোবিন্দ লীলা কীর্তন পরিবেশিত হবে। এবং আগামী ২৮ শে জৈষ্ঠ্য ১৪৩১বাংলা ১১ ই জুন ২০২৪ মঙ্গলবার কুঞ্জভঙ্গ কীর্তনান্তে মধ্যাহ্নে শ্রী শ্রী মন্মাহাপ্রভুর ভোগ নিবেদন ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরণের ২৯ শে জৈষ্ঠ্য ১৪৩১ বাংলা ১২ জুন ২০২৪ বুধবার এরমধ্য দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠানের কর্মসূচির অবসান হবে। খোদ্দনারায়নপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি সূত্রে জানা গেছে, লীলা কীর্তন পরিবেশন করবেন,
নীলারাসমৃত পরিবেশনায়ঃ
**********
১। পারের তরী সম্প্রদায়
শ্রী দুলাল চন্দ্র মহন্ত,সাবগ্রাম,বগুড়া।
২। যুগল সম্প্রদায় ত
জয়িতা দাসী,মধুপুর, নওগাঁ।
৩। নিত্যানন্দ সম্প্রদায়
শ্রী দ্বিদল কৃষ্ণ রায়, সোনাতলা বগুড়া।
৪। শ্রী শ্রী রুপ মঞ্জুরি সম্প্রদায়
ভান্তী রানী সরকার, নন্দীগ্রাম, বগুড়া।
১৬ প্রহর ব্যাপী (দুইদিন) হরিনাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই সকল আয়োজন সম্পন্ন করা সয়েছে, ১৬ প্রহর ব্যাপী (দুইদিন) হরিনাম যজ্ঞা অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে, এমনটাই জানান মন্দির কমিটি। সেইসঙ্গে সকল ভক্তবৃন্দদের যজ্ঞ অনুষ্ঠান পদচারণার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সার্বিক সহযোগিতা শ্রীরামপ্রসাদ
ভদ্র পরপর চতুর্থবারের মতো চেয়ারম্যান, ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদ
শ্রী দয়াল চন্দ্র পাল ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদের পর পর দ্বিতীয় বারের মেম্বার।
প্রয়োজনেঃ ০১৭৩৩-৭৫৭২৭৩
০১৭৪৪-৪১১১৬৬