1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কাজিপুরে ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামার পল্লি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বায়েজিদ থানার ওসির বিরুদ্ধে গার্মেন্টস ব্যবসায়ীর করা মামলার নয়ছয়ের অভিযোগ দিনাজপুরের বোচাগঞ্জে সার ও বীজ ব্যবসায়ীর জরিমানা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের কম্বল বিতরণ গোপালগঞ্জের কা‌শিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ’ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৬ কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে, গ্রীন এনার্জি রিসাইক্লিং এবং এ আই , নিয়ে একটি সেমিনার করলেন খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন (Christmas day) আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোলাম ফারুক খোকন ভাই কে জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই আমির হোসেন পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন  গোলাম ফারুক খোকন ভাই কে জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই আবু বকর ছিদ্দিক

কাজিপুরে ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামার পল্লি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

 

আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার)সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির মৌসুমে কয়েকগুণ ব্যস্ততা বেড়ে গেছে কামারদের। ঈদ সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া, মেঘাই, সোনামুখী, ঢেকুরিয়া, আলমপুর, হরিনাথপুর সহ বিভিন্ন হাট-বাজারের কামার পল্লির লোকজন । কোরবানীর ঈদে মাংস কাটার সরঞ্জাম তৈরীতে কামার পল্লির কামারদের দম ফেলানোর ফুরসত নেই। দা, বঁটি, হাঁসুয়া, চাপাতি, ছুরিসহ নানাবিধ সরঞ্জাম তৈরির টুংটাং শব্দ আর ক্রেতাদের আনাগোনায় শরগরম কামার পল্লিগুলো।
ঈদের চাহিদা পূরণ করতে নতুনের পাশাপাশি আবার পুরনো সরঞ্জামের সান দেয়া চলছে। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। বছরের এ সময়ে তাদের লাভও বেড়ে যায় অনেকাংশে। ফলে সময় নষ্ট করতে নারাজ তারা। এ ব্যস্ততা থাকবে ঈদের আগের রাত পর্যন্ত। শনিবার (৮ জুন) নাটুয়ারপাড়া ও মেঘাই ঢেকুরীয়া হাটবাজার ঘুরে দেখা যায়, কামারশালায় দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরির টুংটাং শব্দে মুখরিত।

কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহা হয়ে উঠছে দা, বঁটি, ছুরি, তৈরিকৃত দা, বঁটি, ছুরি, চাপাতি স্তূপ করে রাখা হচ্ছে, এতে ভরে উঠেছে এসব কামারের দোকান। নাটুয়ারপাড়া হাট-বাজারে ইয়াসিন আলী, আব্দুর রহমান, জহুরুল ইসলাম সহ কয়েকজন কামারের সঙ্গে কথা বলে জানা যায়, পশুর চামড়া ছাড়ানো ছুরি ১২০ থেকে ২৪০ টাকা, দা ৪৫০ থেকে ৮০০ টাকা, বঁটি ৩০০ থেকে ৫৫০, পশু জবাইয়ের বড় ছুরি ৫০০ থেকে ১৫০০ টাকা, চাপাতি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কেজি ওজনে নির্ভর করে দাম নির্ধারণ করা হচ্ছে। আগে যেসব দোকানে দুজন করে শ্রমিক কাজ করত, এখন সেসব দোকানে ৩-৫ জন করে শ্রমিক কাজ করছেন। কামারদের অভিযোগ কোরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও লোহার দাম বেড়ে গেছে। এতে তাদের তেমনটা লাভ হচ্ছে না। বঁটি বানাতে আসা রেয়াজুল রেজা মুনসী , জাহিদুল ইলাম ‘আমির হোসেন, রফিকুল ইসলাম মোল্লা , নজরলইলাম সাহ. অনেকেই জানান, আগের চেয়ে দাম অনেকগুন বেশি।
আগে যে বঁটি বানাতাম ২০০-৩০০ টাকা সেটি এখন বানাতে লাগছে ৪০০-৫০০ টাকা। চাপাতি বানাতে আসা বেলাল হোসেন জানান, আর ক’দিন পর কোরবানি ঈদ। তাই চাপাতি বানাতে কামারের দোকানে এসেছে। আগে যে চাপাতি কিনতাম ৪০০ থেকে ৫০০ টাকায় সেই চাপাতি এখন নিজের লোহা দিয়ে বানিয়ে নিলাম ৬৫০ টাকা করে।
তিনি আরও জানান, কেজি প্রতি লোহা নিচ্ছে ৭০০ টাকা। বঁটি বানাতে আসা আবু তালেব জানান, আগের চেয়ে দাম বেশি চাচ্ছে। নিজে লোহা দিলাম তার পরও মজুরি চায় ৩০০-৪০০ টাকা। দাম বেশি হলেও প্রয়োজন – তাই কিনতে বাধ্য হচ্ছি ৷ কাজিপুর উপজেলা তথ্যচিত্রে শতাধিক কামার সম্প্রদায় রয়েছে এ উপজেলায় ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি