1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শিবচরে পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় ২ চালক নিহত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে, নারীর মৃত্যু খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মাদ আল- আমিন খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ সম্মাননা শেরপুরের আকরামকে পিটিয়ে হত্যা করেছে ভারত মরদেহ ফেরতের চেষ্টা রাঙামাটিতে পাহাড়ি কাপ্তাই লেকাঞ্চলের পানিবন্দি পরিবারে ফুডপ্যাক সহায়তা শিশু স্বাস্থ্যের উন্নয়নে মাতৃদুগ্ধ অপরিহার্য: বাংলাদেশ নিওনেটাল ফোরাম সরকারি খাদ্যগুদামের চাল চুরির ভিডিও ভাইরাল গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আনসার সদস্যদের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ ৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্য চট্টগ্রাম শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ ৫ বছরের জেল ও ১ লক্ষ টাকা অর্থদন্ড দিনাজপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী৷ পালিত

শিবচরে পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় ২ চালক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

 

মিরাজুল ইসলাম মিরাজ শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই গাড়ির ড্রাইভার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গাড়ি দুটির দুই হেলপার।

রোববার (৯ জুন) ভোর ৪.৪৫ ঘটিকায় এক্সপ্রেসওয়ের ভাংগামুখী লেনে শিবচর উপজেলার আড়িয়ালখাঁ ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ট্রাকটির চালক ঝিনাইদহ জেলার খালিশপুর থানার বজরাপুর এলাকার মোঃ ইসা’র ছেলে মোঃ উজ্জাল (৩৫) এবং পিক-আপের চালক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম এলাকার মোঃ মোজাহার আলীর ছেলে মোঃ রায়হান মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে এক্সপ্রেসওয়ের ভাংগামুখী লেনে শিবচর আড়িয়ালখাঁ ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪- ৭৯২৫) দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা অপর আর একটি পিকাপ ভ্যানকে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৩-৫৪৫৬) স্বজোরে পিছনে ধাক্কা দিলে ট্রাকির সামনের অংশের ডান পাশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকটির চালক মোঃ উজ্জাল (৩৫) এবং পিকাপ ভ্যানের চালক মোঃ রায়হান মিয়া (২২) গুরুতর জখম হয়। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক আহত দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই গাড়ির হেলপার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, আজ রোববার ভোররাতে পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকাপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি