শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
০৮ জুন(শনিবার) সকাল ২০.৩০ ঘটিকার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়া জেলা সদর থানার নামুজা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৯৯ ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ওই দুই নারী মাদক ব্যবসায়ী হলো- বগুড়া সদর থানার মালতিনগর (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ হান্নান এর স্ত্রী মোছাঃ মাহফুজা বেগম(৪৯) এবং একই জেলা ও থানার নামাজগড় (তেতুলতলা) এলাকার মৃত-রফিকুল ইসলাম এর স্ত্রী
মোছাঃ রিনা বেগম(৫৮)। আজ রোববার দুপুরের পর র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানেো প্রেস রিলিজে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে যে, লালমনিরহাট হতে বগুড়াগামী একটি সিএনজিতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে (শনিবার-৮ জুন)সকাল ২০.৩০ ঘটিকায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলা সদর থানার নামুজা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওই দুই নারীকে গ্রেফতার করে।
এ সময় তাদের বিশেষ কায়দায় রক্ষিত ৯৯ বোতল ফেন্সিডিল, দু’টি মোবাইল, দু’টি সীম কার্ড ও নগদ ৪৫০ টাকা উদ্ধারসহ জব্দ করা হয়।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, ধৃত আসামী মাহফুজা বেগমের নামে বগুড়া সদর থানায় দুইটি মাদক মামলা ও জয়পুরহাট থানায় দুইটি বিশেষ ক্ষমতা আইন মামলা এবং ধৃত আসামী রিনা বেগমের নামে বগুড়া ও গাইবান্ধা জেলায় সর্বমোট ৬টি মাদক ও বিশেষ ক্ষমতা আইন মামলা রয়েছে।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ রোববার বিকালে বগুড়া জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।