শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার(০৮ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি চৌকস আভিযানিক টিম বগুড়া জেলা সদরের নিশিন্দারায় রংপুর -ঢাকাগামী পাঁকা রাস্তার উপর শ্যামলী এনআর ট্রাভেলস যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মাসুম মিয়া(২২) ও সঞ্চয় কুমার মহন্ত(১৯) নামে দুই মাদক মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুৃম মিয়া কুড়িগ্রাম জেলা সদরের হাটিরপাড়া এলাকার মোঃ আব্দুল হাকিম এর ছেলে,
এবং সঞ্চয় কুমার মহন্ত নাগেশ্বরী উপজেলার বেবীপুর ভিতটবন্দ এলাকার শ্রী কাজল মহন্ত এর ছেলে। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী হতে ঢাকাগামী একটি শ্যামলী এনআর ট্রাভেলস এ বগুড়া সদর উপজেলার নিশিন্দারা রংপুর-ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাসুৃম ও সঞ্চয়কে গ্রাফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, দুইটি মোবাইল, দুইটি সীমকার্ড ও নগদ এক হাজার একশো উদ্ধারসহ জব্দ করা হয়। প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, ধৃত আসামী মাসুমের নামে বগুড়া সদর থানায় একটি এবং আসামী সঞ্চয়ের নামে বগুড়া সদর থানায় দুইটি নাদক মামলা রয়েছে।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান , গ্রেফতারকৃত আসামী মাসুম ও সঞ্চয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরের পর বগুড়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।