আজ ৯ই জুন বুধবার, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে, পর পর চারটি দোকানে চুরি হলো, এই নিয়ে এলাকায় চাঞ্চল্য।
ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রামজীবনপুর পৌর এলাকায়, জানা যায়, গতকাল রাত্রিতে রামজীবনপুর বাসস্ট্যান্ডের সামনে দোকানদাররা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়।
আজ সকালে দোকান খুলতে এসে দেখে ,তাদের দোকানের তালা ভেঙে নগদ টাকা সহ জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। দোকানদাররা হতবাক।
দোকানদাররা জানায়, এর আগেও দোকানে চুরি হয়েছিল, কোন কিনারা করতে পারেনি পুলিশ। ফাঁড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে কিভাবে এতগুলি দোকান চুরি হল ,দোকানদাররা চিন্তায়, থানায় অভিযোগ জানিয়েছেন, তদন্ত নেমেছে পুলিশ, এই নিয়েএলাকায় সকল দোকানদারদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়।